ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাব
মির্জাপুরে ক্ষতিগ্রস্ত কৃষক ও দিনমজুর শ্রমিক


টাঙ্গাইলের মির্জাপুরে ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবে উত্তরাঞ্চল থেকে আসা শ্রমিকেরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বৃষ্টির কারনে ধান কাটার কাজ না করতে পেরে এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। একইসাথে সময়মত ধান ঘরে তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরাও।
শ্রমিকেরা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর গত শুক্রবার সকাল থেকে শ্রমিকদের কাজ কমে যায়। এরপর তাঁরা আর কাজে যেতে পারেননি।
ধান কাটা শ্রমিক কুড়িগ্রামের অলিপুর এলাকার খায়রুল ইসলাম (২৫), আনোয়ারুল ইসলাম (৪০), আয়নাল হক (৫০) জানান, অনেকে কাজ না করতে পেরে হতাশ হয়ে বসে আছেন। তারা দিনে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ালেও রাতে মির্জাপুর উপজেলা সদরের বংশাই রোডে অবস্থিত ছালেহা মার্কেটের বারান্দায় আর উপজেলা পরিষদে সরকারি অফিসের বারান্দায় ঘুমান। তাঁদেরসহ কমপক্ষে তিন শতাধিক শ্রমিক ঘুর্ণিঝড় বুলবুল এর প্রভাবের কারণে তাঁরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
দারগ আলী (৬৫) নামে এক শ্রমিক জানান, তিনি গত বুধবার মির্জাপুরে আসেন ধান কাটার শ্রমিকের কাজ করতে। ৩০০ টাকা দরে একদিন কাজ করার পর তাঁর কপালে আর কাজ জোটেনি। কাজ করতে না পেরে অনেকে বাড়ি ফিরে গেছেন।
উপজেলার চাকলেশ্বর গ্রামের হাবেল মৃধা জানান, বৃষ্টির কারণে তাঁরা তাঁদের ধান খেত থেকে ফসল ঘরে তুলতে পারেননি তাঁদের পাকা ধানের ক্ষতি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান জানান, বৃষ্টির কারণে চাষীরা সময়মত ধান ঘরে তুলতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শ্রমিকেরা কাজ করতে না পারায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।