টাঙ্গাইলে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মশালা


‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে আশ্রয়ন-২ প্রকল্প বাস্তবায়নকল্পে টাঙ্গাইল জেলায় মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর রোববার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব হোসেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জহুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, সমবায় অফিসার আব্দুল জলিল, টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা হত দরিদ্র ও গৃহহীনদের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।