সমাজসেবায় বিশেষ অবদানের জন্য

ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খানকে সম্মাননা পদক প্রদান

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮ এএম, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯ | ৫০১

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ স্বাধীনতা সংসদ এক্সিলেন্ট এ্যাওয়ার্ড পদক ২০১৯ পেলেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। গত ২৮ অক্টোবর ঢাকা বিজয়নগরস্থ হোটেল অরনেট এর ব্যাংকুয়েট হলে সোমবার বিকালে স্বাধীনতা সংসদের ২৭তম বর্ষপতি উৎসব উপলক্ষ্যে স্বাধীনতা সংসদের আয়োজনে “এগিয়ে যাবো,এগিয়ে নিবো,মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশ গড়বো” শীর্ষক আলোচনা সভা, পুরুষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘাটাইলের পৌর মেয়র শহীদুজ্জামান খান কে সম্মাননা পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মেদ এমপি।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও স্বাধীনতা সংসদের উপদেষ্টা এম এ হালিম মন্টুর সভাপতিত্বে বিষেশ অতিথী হিসেবে আরো বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মাহবুবুর রহমান, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,বসুন্ধরা এলপি গ্যাস লিমিডেট এর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো.জাকারিয়া জালাল, ঢাকা মহানগড় দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.হেদায়েতুল ইসলাম স্বপন,বাংলাদেশ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এমজেএফ জেলা গভর্ণর জেলা ৩১৫ বি ১, লায়ন হেলেন আক্তার নাসরিন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের বংশাল থানা সভাপতি আলহাজ্ব মো.গোলাম মোস্তফা প্রমূখ।

আলোচনাসভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ ।