বুয়েট হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হল থেকে আবরার ফাহাদ (২১) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ২টার দিকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
বুয়েটের ডা. মাসুক এলাহী বলেন, ‘আমি রাত্রিকালীন ডিউটিতে ছিলাম। রাত ২টায় শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে বুয়েট কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানাই।’
চকবাজার থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘রাতে খবর পেয়ে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করি। ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো বলেন, ‘ফাহাদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’
আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারডাঙ্গা গ্রামের বরকতুল্লাহর ছেলে তিনি।