মিঠাপুকুরে যুব বাজেট বিষয়ক সংলাপ 

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০১:১৬ পিএম, বুধবার, ৪ মার্চ ২০২০ | ৩৯১
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অক্সফ্যামের সহযোগিতায়   আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে  "চলো পরিবর্তন আনি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব বাজেট বিষয়ক সংলাপ  অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার সকালে উপজেলা কৃষি হল রুমে  এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক(EYW) প্রজেক্টের সহযোগিতায় বাজেট বিষয়ক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
 
 রেজওয়ানা শারমিন প্রাপ্তির সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্কের প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক চন্দ্র নাথ প্রজেক্টের অত্র উপজেলায় কার্যক্রম উপস্থাপন করেন। এতে উপস্থিত ছিলেন- সমবায় কর্মকর্তা মাসুদ রানা, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ কবির,কৃষি সম্প্রসারণ আব্দুল্লাহ আল মাসুদ তুষার,সহঃ  মৎস্য কর্মকর্তা মঞ্জুরুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন,রানীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা প্রমূখ।
 
এছাড়া এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্টের টেকনিশিয়ান নুর নাহার পারভীন , প্রজেক্ট ফ্যাসিলেটর শেফালী বেগম,শাহনাজ পারভীন,বেলাল হোসেন ও আহসান উল্লা। 
এ সময় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সহ ৪টি ইউনিয়নের যুবরা অংশগ্রহণ করেন।