ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পিএম, শনিবার, ৫ অক্টোবর ২০১৯ | ১০১২

ভোলার লালমোহনে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে অরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫অক্টোবর) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে। নিহত অরিন লাল মোহন পৌর ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার হাদিছের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত অরিনের নানা বাড়ি উপজেলার লর্ডহার্ডিঞ্জ এলাকায়। নানা বিদেশ যাবে শনিবার, সে উদ্দ্যেশে মায়ের সাথে নানা বাড়ি যায়, নানা বাড়ি গিয়ে হাতে মেহেদী লাগায় শিশু অরিন।

সকালে ৬টার দিকে ঘুম থেকে উঠে মুখ, হাত পরিস্কার করতে যায় পুকুরে। হঠাৎ পুকুরের পানিতে পরে যায় অরিন এবং পানিতে ডুবে তার মৃত্যু হয়।

শিশু অরিনের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।