টাঙ্গাইলে ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৫ এএম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ | ৪৪০

টাঙ্গাইলে ৬৫ পিস ইয়াবাসহ মোঃ লুৎফর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল জেলার গোপালপুর উপজেলার বনমালি রাগববাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

লুৎফর ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব ১২ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিপি-৩) এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার রাতে গোপালপুর উপজেলার বনমালি রাগববাড়ী এলাকায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় ৬৫ পিস ইয়াবাসহ মোঃ লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। লুৎফর ৫টি মামলার সাজাপ্রাপ্ত ও ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।