ভোলায় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা

কামরুজ্জামান শাহীন, ভোলা
প্রকাশিত: ০৯:৪০ এএম, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৬৩৯

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে ভোলা জেলা পুলিশের উদ্যাগে পূজা মণ্ডপের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মাদ কায়সার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুকসহ জেলার সকল থানা ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।