যুবলীগ নেতা খালেদ ৭ দিনের রিমান্ডে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পিএম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ৪৪৯

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনোর মালিক ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার অস্ত্র মামলায় চার দিন ও মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গুলশান থানা থেকে আদালতে নেওয়া হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র ও মাদক আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। দুপুর আড়াইটায় র‌্যাব-৩ ব্যাটালিয়ন কর্তৃক অস্ত্র-গুলি ও মাদকসহ আটক খালেদকে গুলশান থানায় হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে সিএমএম আদালতে নেয়ার উদ্দেশে গুলশান থানা থেকে বের করা হয়। অস্ত্র, মাদক ও মানিলন্ডারিং আইনের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে । 

এসময় পুলিশ জানায়, গুলশান থানায় করা ৩টি মামলার মধ্যে অস্ত্র ও মাদক মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড চাইবে পুলিশ। 

এছাড়া মানিলন্ডারিং মামলা তদন্ত করবে সিআইডি। 

গতরাতে অবৈধ ক্যাসিনো চালানো এবং মাদক ব্যবসার অভিযোগে গুলশান থেকে গ্রেফতার করা হয় খালেদ মাহমুদ ভুঁইয়াকে। 

এছাড়া রাজধানীর চারটি অবৈধ ক্যাসিনোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটকের পর ১৮২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।