ছাত্রলীগের পর যুবলীগকে সংশোধন করা হচ্ছে: শেখ হাসিনা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ পিএম, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ৪৪৬
 
ছাত্রলীগের পর এখন যুবলীগকে সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগকে সততা ও আদর্শ নিয়ে সংযমের সঙ্গে চলার নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। সমাজের সব অসঙ্গতি দূর করবো। অপরাধ, অনাচার রোধে যা যা করার করা হবে। যাকে যাকে ধরা দরকার, তাদের ধরা হবে।

তিনি বলেন, জানি, কাজটা কঠিন, বাধা আসবেই, কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাস ফেরাতে সরকার তা করবে।

এ সময় ছাত্রলীগের নেতাদের পাশাপাশি ছাত্রলীগের দেখভালে নিয়োজিত আওয়ামী লীগের চার নেতাও উপস্থিত ছিলেন।