কালীগঞ্জে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো.হাসমত আলী,লালমনিরহাট
প্রকাশিত: ০৩:১২ পিএম, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | ৪৭৪

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী চাপারহাট এলাকা হইতে অভিযান চলিয়ে ৬৫বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ নাজিরুল ইসলাম (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নাজিরুল ইসলাম জেলার কালীগঞ্জ থানার লতাবর (কদমতলা) গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল মোটরসাইকেলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।