মির্জাপুরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সদরের কালীবাড়ী রোডে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী। সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জরিপের সভাপতিতে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম শিপলু, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতির সহ সভাপতি সমির বণিক, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া প্রমুখ।
এর আগে মির্জাপুর উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যের পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।