মির্জাপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৬


টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইক চালক নজরুল ইসলাম নিহত হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি বাস ইজিবাইককে ধাক্কা দিলে এই দর্ঘটনা ঘটে।
এসময় নারী সহ ছয় যাত্রী আহত হয়। আহতদের গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার বেলা এগারোটার দিকে নজরুল মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড হতে যাত্রীসহ ইজিবাইক নিয়ে দেওহাটা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে দেওহাটা আন্ডারপাসের পশ্চিমপাশে পৌছানোর পর ইজিবাইকটি মহাসড়কে উঠে পড়ে। এ সময় দ্রুতগতির উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ইজিবাইককে ধাক্কা দেয়। এতে চালকসহ ৭ যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইজিবাইক চালক পুষ্টকামুরী গ্রামের রুস্তমের ছেলে নজরুল ইসলাম মারা যায়।
অন্য আহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার পরিতোষ পালের স্ত্রী অষ্টমী পাল (৫৫), আশুলিয়ার কালিকাপুর শিমুলিয়া গ্রামের শম্ভু পালের দুই ছেলে নারায়ন পাল (৩৮) ও দীনেশ পাল (৬৫), মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের আলমগীর হোসেন (৩৫) ও দেওহাটা এলাকার আলম মিয়া (৪৫)। হাসপাতালে ভর্তিকৃত আহত অষ্টমী পাল ও নারায়ন পালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলেজানা গেছে।