চকরিয়া উপজেলা পরিষদ আয়োজিত উন্নয়ন মেলা-২০১৮ উদ্বোধন

জেলা সংবাদদাতা, কক্সবাজার
প্রকাশিত: ০৫:১৬ পিএম, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮ | ৫২৩

১১ জানুয়ারি হতে  ১৩ জানুয়ারি ২০১৮ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি ,সাফল্য ,পুরস্কার সম্পর্কিত প্রচারণা, রূপকল্প ২০২১ ও ২০৪১ এ উন্নত বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধকরণ এবং সরকারের অর্জন ও বাস্তবায়নের সাথে জনগণকে সম্পৃক্তকরণসহ অর্থনৈতিক ও সামাজিক সাফল্যের বিষয়ে উপজেলা প্রশাসন চকরিয়া এর উদ্যোগে চকরিয়া কমিউনিটি সেন্টার মাঠে উক্ত তিনদিন ব্যাপী  'উন্নয়ন মেলা-২০১৮' আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ( অনার্স) এমএ, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া পৌরসভার মান্যবর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহিদূল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব  গিয়াসউদ্দিন চৌধুরী,সহ সরকারী বিভাগের সকল বিভাগীয় প্রধান ও স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসময় উপজেলা তথ্য অফিস প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।

উন্নয়ন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠান গুলো হলো- উপজেলা তথ্য অফিস, চকরিয়া  পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা হিসাব রক্ষণ অফিস, প্রাণী সম্পদ বিভাগ, পরিসংখ্যান ব্যুরো, মৎস্য বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, প্রাথমিক শিক্ষা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, চকরিয়া  থানা পুলিশ, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজ সেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ বিভাগ, কৃষি উন্নয়ন কর্পোরেশন, হর্টিকালচার বিভাগ, রেশম উন্নয়ন বোর্ড, একটি বাড়ি একটি খামার প্রকল্প, ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজার সড়ক বিভাগ,  সোনালী, জনতা ও কৃষি ব্যাংক, কুটির শিল্প, উপজেলা আইসিটি বিভাগ, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র, এবং বেসরকারী সংস্থা গ্রাম- ভাটি উন্নয়ন মেলার প্রায় ৬৮টি  স্টল অংশ নেন।