টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত


প্রকাশিত: ০৯:১৫ এএম, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ | ৪৬১

টাঙ্গাইলে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পূণরায় ওই কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্বে দেন জেলা কমাড্যান্ট মুহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান, কালিহাতী ব্যাটালিয়ান কোম্পানী কমান্ডার জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তাসহ সাত শতাধিক সদস্য।

শেষে কার্যালয়ের ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করে সদস্যদের মাঝে আম, কাঠাল, জাম, পেয়ারাসহ তিন শহ্স্রাধিক গাছের চারা বিতরণ করা হয়।