টাঙ্গাইলে শিশু ধর্ষণকারী বাচ্চু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯ | ৫৩৬

টাঙ্গাইলে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাচ্চু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ভোরে ঘাটাইল উপজেলার সাতকুয়া খাজারচালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেফতারকৃত বাচ্চুকে টাঙ্গাইল মডেল থানায় সোপর্দ করলে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক বাচ্চুর জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বাচ্চু মিয়া বাবুর্চির কাজ করেন। তিনি টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার হেলাল ফকিরের পশ্চিম আকুর টাকুর পাড়ার বাসায় ভাড়া থাকতেন। ওই বাড়িতেই ধর্ষিতা শিশুর পরিবারও ভাড়া থাকতেন।

গত রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে ধর্ষিতা শিশুটি তাদের ঘরে একাই ঘুমিয়ে ছিলো। এসময় বাসায় কোনো লোকজন না থাকায় ৫০ বছর বয়সী বাচ্চু তাদের ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটির উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় শিশুটি ডাক চিৎকার করার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে এবং এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় অন্য একটি শিশু এসে ঘরের স্তব্ধ পেয়ে ঘরে উকি দিয়ে শিশুটিকে নির্যাতনের দৃশ্য দেখে ফেলে।

পরে লম্পট বাচ্চু তাকেও মেরে ফেলার ভয় দেখিয়ে চলে যায়। পরে ধর্ষিতার স্বজনরা বাড়ি ফিরলে একই বাড়ির ভাড়াটিয়া বাচ্চু তাকে জোরপূর্বক নির্যাতন করছে বলে বিস্তারিত খুলে বলে। পরে শিশুটির পরিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে ধর্ষিতা শিশুটি অনেকটাই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ঘটনার পর থেকেই খুব একটা কথা বলছে না। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর।