আগামীকাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, শনিবার, ৩১ আগস্ট ২০১৯ | ১১৬৪

সমস্ত বাংলাদেশে এক যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা নিয়ে আয়োজিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

আগামীকাল  (১ সেপ্টেম্বর) রবিবার  টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করবেন।

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেন বাংলাদেশের ৬৪ জেলার অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এই প্রথম টাঙ্গাইলে শুভ উদ্বোধন হবে এটা অনেক বড় প্রাপ্তি টাঙ্গাইলবাসীর জন্য। এ টুর্নামেন্ট এর উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

তিনি আরোও বলেন বর্তমান সরকার দেশের সকল ছাত্র-ছাত্রীর মেধা বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণের প্রতি গুরুত্ব দিচ্ছে।’ আমি প্রত্যাশা করি, আজকে যে বালক বালিকা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদের থেকেই আগামীর দক্ষ ক্রীড়াবিদ বেরিয়ে আসবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।’

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের এই টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে ১ সেপ্টেম্বর শুভ উদ্বোধন করা হবে। এই টুর্নামেন্ট এ টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ বালক বালিকারা অংশগ্রহন করবেন। আজ উদ্বোধনী মাচে অংশগ্রহন করবেন কাকুয়া ইউনিয়ন বনাম ছিলিমপুর ইউনিয়ন।

তিনি আরোও বলেন এ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এসময় আরোও উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ওমর ফারুক,টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একান্ত সচিব মজিবুর রহমান।

সভাপতিত্ব করবেন টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

উদ্বোধন ম্যাচের পর এক সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।