বীরগঞ্জে মাদকাসক্তি ছেলেকে থানায় দিলেন গ্রাম পুলিশ বাবা

প্রদীপ রায় জিতু, দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯ এএম, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০১৯ | ৪৪৬
দিনাজপুরের  বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ ও  দামাইক্ষত্র পান্থপথপাড়া গ্রামের মো: পরেশ মিয়া তার মাদকাসক্তি ছেলে মো: জাকিরুল ইসলাম( ২১) কে বীরগঞ্জ থানায় পুলিশে সোপর্দ করেছেন। 
 
সকাল সাড়ে ১১ টায় বীরগঞ্জ থানায় এসআই এরশাদ এর কাছে গ্রাম পুলিশ পরেশ মিয়া অভিযোগ করে জানান, তার ছেলে জাকিরুল ইসলাম নেশার টাকা না পেয়ে বাসায় আসবাবপত্র ভাংচুর করছেন। নানাভাবে আমরা তার হাতে আক্রান্ত হচ্ছি।
 
এসআই এরশাদ এ বিষয়টি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনকে অবগত করা হলে তিনি তাৎক্ষনিভাবে উপজেলা  নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো: ইয়ামিন হোসেনকে মাদকাসক্তির বিষয়টি জানান। 
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গঠন করে মাদক সেবনের দায়ে জাকিরুল ইসলামকে এম এসি ৪২/ ২০১৯ ধারায় এক বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । 
 
মাদকাসক্তি ছেলেকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদানের রায় শুনে বাবা পরেশ মিয়া অশ্রুসিক্ত হয়ে সাংবাদিকদের বলেন,গ্রাম পুলিশে চাকরি করে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করা চেষ্টা করেছি। আজ সেই ছেলেকে নিজ হাতে কারাগারে পাঠাতে বাধ্য হয়েছি।