ভূঞাপুরে বালু ঘাটে অভিযানে জেল ও জরিমানা


টাঙ্গাইলে ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন ও বিক্রিয়ের দায়ে বিভিন্ন বালু ঘাটে অভিযান চালিয়ে একজনকে ৭ দিনের জেল এবং দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ এ রায় দেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি মহল ভূঞাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলো। আর এ অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের লক্ষ্যে শুক্রবার রাতে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এসময় বালু উত্তোলনের সাথে সম্পৃক্ত থাকায় মহর আলী নামের এক ব্যক্তিকে ৭ দিনের জেল এবং মুন্সি ও মাসুদ নামের দুই ব্যক্তিকে যথাক্রমে ৫০ হাজার ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান। ভবিষ্যতেও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে।