ভূঞাপুরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু


টাঙ্গাইলের ভূঞাপুরে খেলতে গিয়ে ডোবায় পড়ে শিমু (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিমু উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের (বকচড়া) নামক এলাকার মো. শামছুল হকের মেয়ে।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম এ বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, পরিবারের অজান্তে খেলতে যায় শিমু। এ সময় শিমুকে বাড়িতে বেশ কিছু সময় দেখতে না পেয়ে পাশের বাড়িগুলোতে খুজতে থাকে মা-বাবা। তারপর খুজে না পাওয়ায় ডোবার পাড়ে গিয়ে শিমুলের জুতা দেখতে পেয়ে দ্রুত পরিবারের লোকজন ডোবায় খুজতে থাকেন। এক পর্যায়ে ডোবায় থেকে শিমুর মরদেহ অবস্থায় খুজে পায়। এর পর সকলের সহযোগিতায় শিমুর লাশ উদ্ধার করা হয়।