ডেঙ্গুকে সহজভাবে নেয়ার উপায় নেই: কাদের

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:২২ এএম, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ৩৮৩

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় তিনি ডেঙ্গু মোকাবিলায় সারা দেশে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গুর বিষয়টাকে সহজ ভাবে নেয়ার কোনো উপায় নেই এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে বলে আমরা নিজেদের দায়িত্ব উপেক্ষা করবো সেটাও সঠিক নয়। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কাজেই কথা না বলে কাজে মনোনিবেশ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি।