নাগরপুরে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট ও মাস্ক বিতরণ

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০১ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৪৪৯

নাগরপুরে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নাগরপুর সদর বাজারের বিভিন্ন দোকানে ও পথচারিদের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনার সময় দন্ডবিধি ১৮৮ ধারায় ১৪ দোকনীকে ৩৫শত টাকা জরিমানা করেন। সেই সাথে যে সকল পথচারী মাস্ক ব্যবহার করেনি তাদের মধ্যে মাস্ক বিতরন করেন ঐ কর্মকর্তা। এ সময় পুলিশ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।