নাটোরে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করলেন রত্না এমপি

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০ | ৪৮৩

নাটোরে শিশুদের মাঝে খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে দুই শত শিশুদের মাঝে এই খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় শিশুর অভিভাবকদের কাছে চাল, ডাল, সয়াবিন তেল, আলু, সাবান এবং মাস্ক দেয়া হয়। পরে অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন করেন রত্না আহমেদ এমপি।

এসময় প্রকল্পের কর্মকর্তা , স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

এসময় রত্না আহমেদ এমপি বলেন, নাটোরে করোনা ভাইরাস সংক্রমিত হবার শুরু থেকেই সকল বয়স সকল পেশার মানুষের সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। সব রকমের লোভ লালসার উর্ধে থেকে জনগনের সেবা করে যাব ইনশাল্লাহ।