টাঙ্গাইলে যুবলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত


সারাদেশের মতো টাঙ্গাইলেও আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার সকাল ১১ টায় এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে যুব সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশ বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন এমপি, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, যুব লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্টিত হয়।
পরে বর্ণ্যাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটা হয়। এসব কর্মসুচীতে জেলা যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।