সাপাহারে সড়ক দূর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪২ পিএম, রোববার, ২৭ মে ২০১৮ | ৫১৫

নওগাঁর সাপাহারে সড়ক দূর্ঘটনায় পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

জানাগেছে রবিবার বেলা ১২ ঘটিকার সময় লালচান্দা গ্রামের জালাল উদ্দীনের পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আনোয়ার রহমান (১২) প্রতিদিনের ন্যায় সিরাজ একাডেমীতে কোচিং শেষে বাসায় ফেরার পথে এক মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয় লোকজন ছেলেটিকে সাপাহার সদর হাসপাতালে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলমের সাথে কথা হলে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছে।