ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

প্রদীপ রায় জিতু,  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫ এএম, বুধবার, ৭ আগস্ট ২০১৯ | ৪৪৬
দিনাজপুরের বীরগঞ্জে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদের চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টা থেকে দুপুর ১১ টা পর্য়ন্ত উপজেলার সকল স্থানে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন এর নির্দেশনায় ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মো. আমিনুল ইসলাম নেতৃত্বে পর্যায়ক্রমে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কমকর্তা ও কর্মচারী বৃন্দ।
 
পরে পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডের স্কুল,কলেজ, মাদ্রাসা, হাট- বাজার, ক্লিনিক এবং গ্রামের সকল জনসমাগম স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।