টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, শনিবার, ১১ নভেম্বর ২০১৭ | ৬১৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে টাঙ্গাইলে মোহনা টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় শহরের নিরালা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গ্রন্থাগার মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল -৫ (সদর) আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে মোহনা টিভি।

ন্যায়ের সাথে থেকে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে মোহনা ইতিমধ্যে সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মোহনা টিভি ও সংশ্লিষ্টদের সমৃদ্ধি কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সোহেলসহ মোহনা দর্শক ফোরামের সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে কেক কাটা হয়।