রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এস কে সিনহা
ছুটি নিয়ে দেশের বাইরে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গুঞ্জন চলছে। শুক্রবার (১০ নভেম্বর) সকালে সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে পারিবারিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করছে।
এ ব্যাপারে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম বলেন, ‘সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। আমি মনে করি এটি রাষ্ট্রপতির কাছে পাঠালেই হবে।’ প্রধান বিচারপতি বিদেশে রয়েছেন, তা হলে কার কাছে পাঠাবেন জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তিনি কীভাবে পদত্যাগপত্র পাঠাবেন বা না পাঠাবেন এটা তার নিজস্ব ব্যাপার। তবে রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতি পরবর্তী পরামর্শ দেবেন।’
এছাড়া আজ শনিবার (১১ নভেম্বর) ভোর থেকে দেশের অধিকাংশ টিভি চ্যানেল ব্রেকিং নিউজে এস কে সিনহার পদত্যাগের খবর দেখানো হচ্ছে।
তবে এখন পর্যন্ত সরকারি কোনো মহল থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এসকে সিনহার পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দেশে ফিরে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে চেয়েছিলেন। কিন্তু পরিবারের সদস্যদের অনুরোধে সিঙ্গাপুরে বসেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন। এ বিষয়ে তার স্ত্রী, দুই মেয়েসহ পারিবারের অন্য সদস্যরা বেশি ভূমিকা রেখেছেন। জানা গেছে, বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টায় বিচারপতি এসকে সিনহা সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা দেন। আজ ভোরে তার কানাডায় পৌঁছার কথা রয়েছে। সেখানে তার ছোট মেয়ের বাসায় উঠবেন। আপাতত তিনি সেখানেই থাকবেন।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি মোহাম্মদ ওয়াহ্হাব মিঞা।
