সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ দেশে আনা হয়েছে

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:৩০ পিএম, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | ১০৪৪

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহর মরদেহ থাইল্যান্ড থেকে দেশে আনা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে থাই এয়ারওয়েজের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ।

বিমানবন্দরে ভিড় করেন পরিবারের সদস্য ও দীর্ঘদিনের সহকর্মীরা। পরে তার মরদেহ নেয়া হয় গ্রিনরোডের বাসায়। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ (২৮ এপ্রিল) বাদ যোহর গ্রিনরোডে ডর্মেটরি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বাদ আসর জাতীয় প্রেসক্লাবে নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শনিবার ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মাহফুজ উল্লাহ।