ঘাটাইলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গণিত উসব অনুষ্ঠিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩২ এএম, সোমবার, ২৯ জুলাই ২০১৯ | ২৩০

টাঙ্গাইলের ঘাটাইলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুলাই) দিনব্যাপী উপজেলার শালিয়াজানি গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি এ গণিত উৎসবের আয়োজন করে। গণিত উৎসবে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২০০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খান। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গুড নেইবারস বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আনন্দ টিভির ঘাটাইল প্রতিনিধি আব্দুল লতিফ, সৎসঙ্গ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালতিদে,নাগবাড়ী সরকারী পোড়াবাড়ী সকরারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিনা নাহার মুন্নী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার ।