টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে শিশু মৃত্যু


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বন্যার পানিতে ডুবে মো. জিহাদ (১) নামের এক শিশু নিহত হয়েছে। শিশু জিহাদ উপজেলার গাবসারা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী বিদ্যুৎ মিঞার ছেলে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
যমুনা নদীর পানিতে ডুবে শিশু নিহত হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে গাবাসারা ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।