দিবা ও ওয়াসফিয়ার বৃত্তি লাভে প্রতিষ্ঠাণের পক্ষে অভিনন্দিত
আহছানিয়া শিখন একাডেমীর মেধাবী দুই ছাত্রীর বৃত্তি লাভে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দিত।
গত ৩ নভেম্বর প্রকাশিত ফলাফলে আহছানিয়া শিখন একাডেমীর পঞ্চম শ্রেণির কৃতি ছাত্রী (১)নুরী নাজাত দিবা এবং (২) ওয়াসফিয়াতুল মরিয়ম, চকোরি মেধা অন্বেষণ বৃত্তি পরিক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি(কেন্দ্র প্রথম) এবং সাধারন বৃত্তি লাভ করেছে।
পূর্ব বড় ভেওলা জিএনএ মিশনারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আহছানিয়া শিখন একাডেমির অধ্যক্ষ শাহনেওয়াজ চৌধুরী বাংলাদেশ সমাচার প্রতিবেদক কে বলেন, উক্ত প্রতিষ্ঠাণে যোগদান করার পর থেকে ছাত্র ছাত্রীদের নির্ধারিত ক্লাসের বাহিরেও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নিয়ে মডেল টেস্টের মধ্যদিয়ে পরিপূর্ণভাবে পাঠদানসহকারে ছাত্র ছাত্রীদের এগিয়ে নিয়ে যাই। যার ফলাফল আজ আমি পেয়েছি।
আমি সেই সাথে ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। উক্ত দুই শিক্ষার্থীর বৃত্তি লাভে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ সবাই আনন্দিত ও গর্ভবতী।
