বেনাপোলে মাদক সহ বিভিন্ন পন্য উদ্ধার সহ আটক-১


বেনাপোল পোর্ট থানার পুটখালী দৌলতপুর, অগ্রভুলোট এলাকায় পৃথক অভিযানে ১ জন আসামি সহ ফেনসিডিল, মদ, স্টেরয়েড ট্যাবলেট,গরু বাইসাইকেল আটক করেছে বিজিবি।
আটককৃত আসামি হলো বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ফজলুর রহমান এর ছেলে জনি।
২১ বিজিবি লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আনা ১৪৮ বোতল ফেনসিডিল . ২০ বোতল মদ ৩ লক্ষ পিছ স্টেরয়েড ট্যাবলেট, ১টি গরু, ২টি বাইসাকেল উদ্ধার করা হয়। এসময় জনি নামে একজন যুবককে আটক করে বিজিবি।
উদ্ধারকৃত মালামাল এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।