মির্জাপুরে ৪০পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার


টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ সহিদ মিয়া ওরফে বদু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সহিদ গোড়াই ইউনিয়নের দক্ষিণ নাজিরপাড়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানান, সহিদ গোড়াই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্গদিন যাবত সে পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক বিক্রি করে আসছিল।
বৃধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিতের নেতৃত্বে পুলিশ গোড়াই দক্ষিণ নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ সহিদকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে এএসআই বিশ্বজিত জানান।