অবৈধ বালি এবং মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবী


নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালি উত্তোলন এবং মাটি ভর্তি ভারী ট্রাক চলে রাস্তার ক্ষতি সাধন স্থানীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করায় উদ্বেগ প্রকাশ করা হয়।
বুধবার মির্জাপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই উদ্বেগ প্রকাশ করা হয়। সহকারী কমিশনার (ভুমি ) আজগর হোসেন কর্তৃক এব্যাপারে দৃষ্টি আকর্ষনের পর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু অবৈধ বালি এবং মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামিমা আক্তার শিফা, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোফজ্জল হোসেন দুলাল, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ প্রমুখ।
সভায় বক্তারা বসতভিটা রক্ষা এবং রাস্তার উন্নয়ন দীর্ঘদিন অক্ষুহ্ন রাখতে অবৈদ বালি এবং মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
নদী থেকে অবৈদভাবে বালি উত্তোলনের ফলে উপজেলার ফতেপুর ইউনিয়নে এবছরও ১০/১৫ টি বসতভিটা নদী গর্ভে বিলীন এবং মাটির ট্রাক চলায় বেশ কিছু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে সভায় উল্লেখ করা হয়।