মিঠাপুকুরে বাস-পিকাপ মুখো-মুখি সংঘর্ষ

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০৯:০৭ পিএম, শনিবার, ৬ জুলাই ২০১৯ | ৫৩৩

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাস-পিকাপ মুখোমুখি সংঘর্ষে হোসেন মিয়া(১৭) নামে একজনের মৃত্যু ও দুইজনের আহতের ঘটনা ঘটেছে।

জানা যায়-রবিবার(৭ জুলাই) সকাল সাড়ে আটটায় উপজেলার বৈরাগীগেঞ্জর জয়রাম আনোয়ার নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-ঢাকা থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলস(ঢাকা-ব-১৪-৬৩৬৬) ও রংপুর থেকে ছেড়ে আসা কাঁচামাল বাহী পিকাপ(ঢাকা মেট্রো-ন-১৭-২৮৮০)এর মুখো-মুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় ঘটনাস্থলে উপজেলার অভিরাম নূরপুর গুচ্ছ গ্রামের আব্দুল আজিজের পুত্র হোসেন মিয়া(১৭) নামে একজনের মৃত্যু হয় ও আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশের আইসি জানান-ঘটনাস্থলে মরাদেহ তাদের পরিবারের লোকজন নিয়ে আসছে তাহা তাদের কাছে পরিবারের কাছে হস্তান্তর করার ব্যবস্থা হয়েছে।তবে গাড়ি দুটিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।