ভোলার চরফ্যাসনে বিদ্যূৎস্পর্শ যুবক নিহত

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১ এএম, শনিবার, ৬ জুলাই ২০১৯ | ৫৬০

ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শে এনামুল হক মিরাজ(৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোজাম্মেল হক হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত মিরাজ সকালে নিজ বসত ঘরের বিদ্যূৎ সঞ্চালন লাইন থেকে ফ্যানে বিদ্যূৎ সংযোগ দেয়ার কাজ করছিলেন। এসময় সে বিদ্যূৎস্পর্শে গুরুতর আহত হন। স্বজনরা গুরুতর আহত মিরাজকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ( ওসি) মো. শামসুল আরেফিন জানান, নিহতের লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।