পঞ্চগড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আমিরুলইসলাম পঞ্চগড়
প্রকাশিত: ০২:২০ এএম, মঙ্গলবার, ১১ জুন ২০১৯ | ৬৯১
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নের টেকরাপাড়া সাকধর নালা নামক জায়গায় এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 
 
সকাল ১০ টায়অজ্ঞাত ব্যাক্তির মরদেহটি এলাকাবাসী দেখতে পেলে সাথে সাথে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জ্ঞাত করে। 
 
জানা যায়, উদ্ধার হওয়া লাশের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে।
আরো জানা যায়, গত দুই বছরে একই ইউনিয়নে একজন মহিলা সহ আরো দুইজন অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। 
 
এবিষয়ে বেংহাড়ি ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, আজ সকালে ওই এলাকার ইউপি সদস্য তসলিম আলী বিষয়টি আমাকে জানালে আমি তাৎক্ষনিক বিষয়টি বোদা থানায় জানিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। 
 
বোদা থানার ওসি (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।