ঈদের দিন ফরিদপুরে সকালেই প্রাণ হারালেন ছয় জন

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, মঙ্গলবার, ৪ জুন ২০১৯ | ৬০৬

বুধবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙাগামী একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এতে ঘটনাস্থলেই ৪ জনের মুত্যু হয়।

হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। আহত হয় আরো ১১ জন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে নিহতেদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারণা করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে বাড়ি ফেরা মানুষের চরম দুভোর্গের মধ্যে পড়তে হয়েছে।

এদিকে আহত অবস্থায় পাঁচ বছরের একটি শিশু উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল। আহতদের মধ্যে বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক।