নাগরপুরে জমিজমার বিরোধের জের ধরে মহিলাসহ আহত ৩

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ | ৪২৫

টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতা ও জমিজমার বিরোধের জের ধরে মহিলাসহ ৩ আহত হয়েছে। আহতরা হচ্ছে উপজেলার বাদেবিহালী গ্রামের মৃত. মধু শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মো. লাল মিয়ার স্ত্রী মোসা. রেনু বেগম ((৪০) একই গ্রামের মৃত. ইয়াদ আলীর স্ত্রী মোসা. ছাহেরা বেগম (৫০)। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।

আহত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রবিবার সকালে বাদেবিহালী গ্রামের আব্দুর রাজ্জাকের একটি জমির পরিমাপকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত. বেলালের পরিবার ও তার স্বজনদের সাথে রাজ্জাকের বাকবিতন্ডা হয়। তারই জের ধরে সোমবার সকালে আব্দুর রাজ্জাককে তার বাড়ীর পাশে রাস্তায় একা পেয়ে প্রতিবেশি মৃত. বেলালের ছেলে মো. ছায়েদ আলী, মো. ফারুক হোসেন, মৃত. হাসেম শেখের ছেলে রঞ্জু, কালু শেখের ছেলে আব্দুস ছাত্তার , আব্দুল বাতেন ও ছাত্তারের স্ত্রী লাভলী বেগম পূর্ব পরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

এতে আব্দুর রাজ্জাক গুরুত্বর আহত হয়। রেনু ও ছাহেরা আব্দুর রাজ্জাককে বাঁচাতে গিয়ে তারাও আহত হন। আহতদের ডাকচিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

আহত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা. ফিরোজা বেগম বলেন, হামলাকারীরা পূর্ব শত্রæতার জের ধরে সাবেক ইউপি সদস্য মো. আমিনুর রহমানের নির্দেশে আমার স্বামী আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এতে হামলাকারীদের আঘাতে আমার স্বামী গুরুত্বর আহত হয়। তার মাথায় ৯টি সেলাই দেয়া হয়েছে।

সে বর্তমানে দৌলতপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার স্বামীকে বাঁচাতে গিয়ে মোসা. রেনু বেগম. ছাহেরা বেগমও আহত হয়। তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপরে নাগরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।