যশোরের বেনাপোলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ সাগর হোসেন যশোর
প্রকাশিত: ০১:৪৬ এএম, সোমবার, ২০ মে ২০১৯ | ৬৬৭

যশোর জেলার বেনাপোল পোর্ট থানার নটাদিঘা গ্রাম থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

সোমবার(২০/০৫/১৯ইং)তারিখ ভোর রাতে বেনাপোল পোর্ট থানাধীন নটাদিঘা গ্রামে আক্তারুল ইসলাম এর স্ত্রী শারমিন আক্তার(২২) বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচএম লতিফ জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসি। এবিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।