শিল্পপতি হলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৯ পিএম, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ | ৪৬৩

দীর্ঘ ১২ বছর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা (ম্যানেজিং) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি মো. শফিকুল ইসলাম বাবু।

মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয়ের সভা কক্ষে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলামের সভাপতিত্বে ও নব-নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের উপস্থতিতে এক বিশেষ আলোচনা সভার আলোচনা সভার আয়োজন করা হয়।

এরপর আলোচনা সভায় মো. হাসান সরকারে প্রস্তাবে ও মো. আমিন  মন্ডলের সমর্থনে শফিকুল ইসলাম বাবুকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে  টানা ১২ বছর আল মুজাহীদ শাহীন সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত প্রকাশ, গত সোমবার  (২৩ ডিসেম্বর) অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এদের মধ্যে ৪ জন জয় লাভ করেন। এদিকে, কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি।