আলোকিত সকাল পত্রিকার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দৈনিক আলোকিত সকাল একটি দৈনন্দিন ডায়েরী, যা দেশের নাগরিকের আয়না হিসেবে কাজ করে, মানুষের দৈনিক সমস্ত ঘটনা মানুষের সম্মুখে তুলে ধরছে। দেশের বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম সম্পাদিত বর্তমানের জনগণের মুখপত্র ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত সকাল। আজ সফলতার দ্বিতীয় বছরে পদার্পন করেছে এই পত্রিকাটি। এ উপলক্ষ্যে সারাদেশে উদযাপিত হচ্ছে আলোকিত সকাল পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এর ধারাবাহিকতায় ১৫ অক্টোবর দুপুর ১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ প্রাঙ্গণে চকরিয়া-পেকুয়া উপজেলা পাঠক ফোরাম আয়োজন করে জমজমাট অনুষ্ঠানের। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, কেক কাটা ও বেলুন উত্তোলন।
চকরিয়া-পেকুয়া পাঠক ফোরামের যৌথ উদ্যোগে অায়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছেলেন চকরিয়া-পেকুয়া আসনে আগামী দিনের নৌকার মাঝি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম (এমএ)।
তিনি বলেন- বর্তমান সরকার প্রিন্টমিডিয়া ও অনলাইন মিডিয়াকে সঠিক তথ্যচিত্র তুলে ধরার এবং সংবাদকর্মীদেরকে তাঁদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তিনি বলেন- বর্তমানে তৃণমূলের যেকোনো সঠিক সংবাদ মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে দৈনিক আলোকিত সকাল। আমি এই পত্রিকার সাথে জড়িত সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি দৈনিক আলোকিত সকাল পত্রিকার সফলতা কামনা করছি।
বাংলাদেশ আওয়ামীলীগ মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি বলেন- বর্তমান যুগে দৈনিক আলোকিত সকাল পত্রিকা প্রতিটি নাগরিকের কাছে সঠিক বার্তা পৌঁছে দিচ্ছে এবং চকরিয়া সহ কক্সবাজার জেলার সকল উন্নয়নের চিত্র তুলে ধরছেন। তিনি এই অনুষ্ঠানটির আয়োজক চকরিয়া, পেকুয়া ও উপকূলীয় প্রতিনিধিদের ধন্যবাদ দেন এবং পত্রিকার সফলতা কামনা করেন।
চকরিয়া প্রতিনিধি এম, রিদুয়ানুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়ার প্রবীণ সাংবাদিক কক্সবাজার প্রেসক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি জাকের উল্লাহ চকোরী, চকরিয়া কোরক বিদ্যাপীঠ'র সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, স্বেচ্ছাসেবক লীগ চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ ও মনির আহম্মদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা জাফর আলম ছিদ্দিকী, চকরিয়া কোরক বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক আনচারুল করিম, মৌলানা নেছারুল হক, চকরিয়া কোরক বিদ্যাপীঠের শিক্ষক প্রতিনিধি বাবু অলসন বড়ুয়া, সাংবাদিক অলিউল্লাহ রনি, সহকারী শিক্ষক বদরুল ইসলাম বেদার, এস এম এরফানুল হক, বাবু রিমন দাশ, তানজিনুল ইসলাম, সাংবাদিক এইচএম রুহুল কাদের, মৌঃ আলমগীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কেক কাটার পূর্বে অতিথিবৃন্দের হাতে দৈনিক আলোকিত পত্রিকার সৌজন্য কপি তুলে দেন চকরিয়া প্রতিনিধি এম, রিদুয়ানুল হক, পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল ও উপকূলীয় প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন।
প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন- চকরিয়া প্রতিনিধি এম, হক, পেকুয়া প্রতিনিধি সাইফুল ইসলাম বাবুল, উপকূলীয় প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন।
বিশেষভাবে উল্লেখ্য, ১৫ অক্টোবর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠানের সুন্দর্য বর্ধনের জন্য উন্মোক্ত ফটোসেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় চকরিয়া গ্রামার স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এবং বিভিন্ন পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।