মধুপুরে মোটরসাইকেল

চোরকে সারাদিন বেঁধে রেখে পুলিশে সোপর্দ

মধুপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ৫০৬

টাঙ্গাইলের মধুপরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সদস্য দুলাল (২৮) নামে একজনকে দিনভর কুড়াগাছা ইউনিয়ন পরিষদ ভবনে বেধেঁ রেখে রাতে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গত ৩০ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক অভিযুক্ত মোটরসাইকেল চোরকে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুলাল মধুপুর উপজেলার রেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের জৈনক জুলহাস উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শিরা জানান, দুলাল সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। সে গত ১৭ আক্টোবর ঘাটাইল উপজেলার এক ব্যক্তির মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে জলছত্র এলাকার স্থানীয়রা দুলালকে ধরতে না পেরে মালিবাজার স্থানীয়দের জানালে তারাও ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যান ফজলুল হককে অবগত করলে সে কয়েকজন লোক নিয়ে রাস্তায় বেরিকেট দিয়ে স্থানীদের সহায়তায় মোটরসাইকেলসহ দুলালকে ধরে ফেলে। পরে দিনভর ইউপি কার্যালয়ে বেঁধে রেখে রাত ৯ টার দিতে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, বিষয়টি জটিল মনে হলে উপজেলা চেয়ারম্যানকে জানানো হয়। তিনি টাঙ্গাইল থাকায় অভিযুক্ত চোরকে পুলিশে দিতে বিলম্ব হয়েছে। ঘাটাইল থানায় মোটরসাইকেল চুরির মামলা থাকায় দুলালকে সেখানকার পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম।