মির্জাপুরে
হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

“পরিবার সমাজের বোঝা নয় কর্মদক্ষ, স্বাবলম্বী মানুষ হই” এই ¯েøাগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে হিজড়া স¤প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের উদ্যোগ ও পরিকল্পনায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
হিজড়াদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মের কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। তারপর শুরু হয় এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য করেন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম শহিদ, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার শহীদুর ইসলাম, সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম, সমবায় অফিসার আমিনা পারভীন।
এ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, কবি আসাদুজ্জামান বাবুল।
কর্মশালায় উপজেলার ৩০ জন হিজড়া অংশগ্রহণ করেন। তাদের মধ্যে আঁখি, লিপি ও মর্জিনা তাদের জীবনের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য করেন এবং তাদের সকলের একটিই যেনো দাবি নিজস্ব বাসস্থানের জায়গা যাতে করে দেয়া হয় সে কথাও উল্লেখ করেন হিজড়ারা।
কর্মশালার উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, সমাজে হিজড়াদেরও অধিকার রয়েছে। কিন্তু আদৌও পর্যন্ত তারা সমাজ থেকে বঞ্চিত, অবহেলিত। আর তাদের জন্যই এ আয়োজন করা।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হবে।