মির্জাপুরে বন্যার্তদের মধ্যে বিএনপির ত্রান বিতরণ

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, রোববার, ১০ সেপ্টেম্বর ২০১৭ | ৫৫০

মির্জাপুর বন্যার্তদের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়। রবিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে ইউনিয়নের থলপাড়া, ফতেপুর, চাকলেশ্বর, পারদিঘী, সুতানরী ও বানকাটা গ্রামের ২৫০ জন বন্যার্তদের ত্রাণ হিসেবে চাল, আলু ও লবন দেয়া হয়।

এ সময় স্থানীয় সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসভাপতি আমীর হোসেন লেবু, টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুর রহমান মৃধা, সাধারণ সম্পাদক মো. জুয়েল খান, সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ