বাসাইলে স্কাউটিং'র ৫৬৬তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত


বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় ও বাসাইল উপজেলা শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ স্কাউটিং এর ৫৬৬ তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টম্বর রোববার বাসাইল গোবিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কোর্সে সভাপতিত্ব করেন স্কাউটের বাসাইল উপজেলা কমিশনার ও টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বাসাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান।
এতে প্রধান অতিথী ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আকলিমা চৌধূরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল আহসান, সহ-কারী শিক্ষা অফিসার গোলাম আহাদ, বাসাইল উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও কাপ লিডার আবু হানিফ।
কোর্সের প্রশিক্ষণ প্রদান করেন জেলা স্কাউটের কমিশনার (এলটি) ওয়াজেদ আলী খানশূর ও এএলটি আনোয়ারুল করিম খান ।
এ ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন সহকারী শিক্ষক স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।
জেলা স্কাউটের কমিশনার (এলটি) ওয়াজেদ আলী খানশূর জানান পর্যায়ক্রমে জেলার ১২টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করে প্রশিক্ষণ প্রদান করা হবে।