বাসাইলে ‘ঠিকানা’র ঘর ও হুইল চেয়ার পেলেন তিন নারী


টাঙ্গাইলের বাসাইলে অসহায় দুস্থ ও অসুস্থজনিত কারণে শারীরিক প্রতিবন্ধী তিন নারী পেলেন সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র ঘর ও হুইল চেয়ার। শনিবার (০৪ মে) বিকেলে ঘর ও হুইল চেয়ার তাদেরকে হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার খাটরা গ্রামের ফজিলা বেগম সড়ক দুর্ঘটনায় পা হারান। পা হারিয়ে প্রায় তিন বছর ধরে ঘরে বন্দী ফজিলা বেগম। বিষয়টি ঠিকানা কতৃপক্ষ জানতে পেরে তাকে হুইল চেয়ার প্রদান করেন। একই উপজেলার কলিয়া গ্রামের ছয়আনি পাড়ার ষাটোর্ধ বৃদ্ধা চাম্পা বেগম। তিনি দীর্ঘ দিন ধরে ষ্ট্রোকজনিত কারণে পক্ষাঘাতে আক্রান্ত। অসহায় এই চাম্পা বেগমকে একটু স্বস্তির জন্য হুইল চেয়ার প্রদান করেন। অপরদিকে কলিয়া খানপাড়ার এক বয়স্ক অসহায় মহিলা আরজু বেগম।
তিনি তার স্বামী রমজান খাঁনকে হারিয়েছেন প্রায় চল্লিশ বছর আগে। গৃহহীন এ মহিলার রাত কাটে কারও বাড়ী বা বাড়ীর মেঝেতে, কখনো আবার রান্নাঘরে। এই মহিলাকে ঘর তৈরি করে দিয়ে তার মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছেন ঠিকানা কতৃপক্ষ।
সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল বলেন, আমরা ২০১৭ সাল থেকে অসহায় ও দুুস্থ মানুষের পাশে থেকে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি।