টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্ধোধন


টাঙ্গাইলে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। রবিবার সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
ভলিবল উপ-পরিষদের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ছায়েদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, কোষাধাক্ষ্য আনিছুর রহমান আলো, ভলিবল উপ-পরিষদের সাধারন সম্পাদক ইফতেখারুল অনুপম, সদস্য ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক মতিনুজ্জামান সুখন।
উদ্ধোধন পর্ব শেষে অথিতিবৃন্দ টাঙ্গাইল সদর উপজেলা দল ও বাসাইল উপজেলা দলের খেলোয়ার বৃন্দের সাথে পরিচিত হন।
দিনের প্রথম খেলায় বাসাইল উপজেলা দল টাঙ্গাইল সদর উপজেলা দলকে সরাসরি ২-০ সেটে হারায়। খেলা পরিচালনা করেন শামসাদুল আখতার শামীম ও মোঃ শাখাওয়াৎ হোসেন খান এবং স্কোর এর দায়িত্ব পালন করেন আনিছুর রহমান আলো।
উল্লেখ্য, টাঙ্গাইলের পুলিশ সুপারের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইলের ১২টি উপজেলা ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে। আগামী ৩মে কোয়াটার ফাইনাল, ৪মে সেমিফাইনাল এবং আগামী ৫মে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।