নাগরপুরে স্বেচ্ছাশ্রমে নির্মিত সড়ক উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০ এএম, রোববার, ২৮ এপ্রিল ২০১৯ | ৮৯৬

টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মিত দেড় কিঃমিঃ কাচা সড়কের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের চকগদাধর মাইন উদ্দিনের বাড়ি থেক ধুনাইল পাকা রাস্তা পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ রাস্তা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম।

গ্রামবাসীর সহযোগীতায় স্থানীয় কৃষক ছৈনুদ্দিন তার ব্যক্তি উদ্যোগে প্রায় দুই বছরের প্রচেষ্টায় এ সড়ক টি নির্মান করে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জমির আইলকে একটি স্বয়ং সম্পুর্ন রাস্তায় রুপান্তরিত করে অসম্ভব কে সম্ভব করেছেন তিনি।

মাইন উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছৈনুদ্দিন, আরশেদ হোসেন চঞ্চল, মুজিবর রহমান, একিন আলী, সোনিয়া আক্তার, গোলাম রব্বানী প্রমূখ।